মারা গেলেন ছাত্রলীগের প্রথম সভাপতির স্ত্রী আবেদা খাতুন


ঠাকুরগাঁও প্রতিনিধি: ছাত্রলীগের প্রথম সভাপতি, ভাষাসৈনিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রয়াত অ্যাডভোকেট দবিরুল ইসলাম এমএলএর স্ত্রী আবেদা খাতুন হেনা মারা গেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাহে রাজিউন।
শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বার্ধ্যকজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৭ বছর৷
ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে জানাযা শেষে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হবে৷
মরহুমার সন্তান আহসান উল্লাহ ফিলিপ বলেন, বার্ধ্যকজনিত কারণে আমার মা অসুস্থ ছিল। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে আমার মা মারা যান। সকলে তার জন্য দোয়া করবেন।