মালীতে নিহত চাঁপাইনবাবগঞ্জের সেনা সদস্যের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আফ্রিকার দেশ মালিতে শান্তিমিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার মেসের আলীর ছেলে সৈনিক মোঃ জামালের মরদেহ চাঁপাইনবাবগঞ্জস্থ গ্রামের বাড়িতে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে হেলিকপ্টারযোগে সেনাবাহিনীর এক দল সেনা সদস্য জামালের মরদেহ পৌছে দেয় শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে। জামালের বাবা মেসের আলী মরদেহ গ্রহণ করেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বেলা ৩ টায় জানাযার নামাজের পর রাষ্টীয় মর্যাদায় ধূমিহায়াতপুর-ঘাসিয়াপাড়া গোরস্থানে দাফন করা হয় জামালের মরহেদ। এস.এস.সি পাসের পর ২০০৫ সালে সেনা বাহিনীতে যোগ দেন জামাল। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে মালি শান্তি মিশনে যান তিনি। মেসের আলীর তিন সন্তানের মধ্যে জামাল সবার বড়। মৃত্যুকালে জামাল স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।