ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাসব্যাপী ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি পঞ্চগড়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিকে দরিদ্র কৃষকদের পাশে পঞ্চগড় জেলা ছাত্রলীগ

পঞ্চগড় প্রতিনিধি:দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে  দিতে মাসব্যাপি ধান কাটা কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের তহশীলদার পাড়া এলাকার দরিদ্র কৃষক নেভিয়া চন্দ্র বর্মনের এক বিঘা জমির ধান কাটার মধ্যে দিয়ে এই কর্মসূচী শুরু করা হয়।

এসময় ধানকাটা কাজে অংশ নেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকরাম প্রধান উজ্জল, আশিদুল প্রধান রিয়াদ, চাকলাহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হরিশ চন্দ্র, সাধারন সম্পাদক আবু হাসান সহ ২৫ জন নেতা কর্মী । পরে ওই কৃষকের এক বিঘা জমির ধান কেটে তাঁর বাসায় পৌঁছে দেন জেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কৃষক নেভিয়া চন্দ্র বর্মন বলেন, আমি কিছুদিন আগে গলায় অপারেশন করিয়েছি। সেখানে অনেক টাকা খরচ হয়েছে। একদিকে আমার জমির ধান পাঁকছে অন্যদিকে টাকার অভাবে কাটতে পারছিলাম না। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি জেনে আমার ১ বিঘা জমির ধার কেটে দিয়েছে। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান জানান, জেলার পাঁচ উপজেলার ৪৩ টি ইউনিয়ন ও ৩ পৌরসভায় মাসব্যাপী ধান কাটা কর্মসূচি হাতে নিয়েছে জেলা ছাত্রলীগ। জেলার যেখানেই দরিদ্র কৃষকরা ধান কাটার সমস্যায় রয়েছেন তাদের খুঁজে বের করে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের ধান কেটে দিয়ে সহায়তা করতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী খোঁজ নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে দিতে পঞ্চগড়ে ধান কাটা কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |