ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মাসব্যাপী প্রতিদিন ৫শত দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে দিশেহারা নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। প্রয়োজনীয় পণ্যের চড়া দামে ভালো ইফতার সামগ্রী কেনা দূর্বিষহ ব্যাপার। সে সকল নিম্ন আয়ের ও দুস্থ মানুষদের জন্য পুরো রমজান মাস জুরে প্রতিদিন ৫শত মানুষকে ইফতার করাচ্ছেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা।

প্রতিদিন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও বিভিন্ন গ্রামে ইফতার প্রোগ্রাম সম্পন্ন করছেন তাদের এক ঝাক সেচ্ছাসেবক। ভালো মানের ইফতার পেয়ে আত্মতুষ্টির কথা জানিয়েছেন সাধারণ মানুষেরা। অপরদিকে এমন কর্মসূচি আগামীতেও চলমান থাকবে বলে আশা রাখছেন সংস্থাটির সদস্যরা।

ইফতারে অংশগ্রহণ করা ভ্যানচালক লতিফুর রহমান বলেন, জিনিসপত্রের খুব দাম হওয়ার কারনে মুড়ি আর ছোলা ছাড়া আলাদা কিছু দিয়ে ইফতার করা হয় না। আর এ সংস্থাটি ভালো মানের খাবার দিয়ে ইফতার করাচ্ছে। আল্লাহ তাদের ভাল করুক।

ইফতারে আসা বৃদ্ধা মোমেনা বেওয়া বলেন, টাকা নাই সেই তাহানে ভালো ইফতার করিবা পারু না। আইজ মন ভরে ইফতার করি নু। যা ইফতার করাল আল্লাহ তার ভাল করুক।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, তাদের সংস্থাটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় ও প্রোজেক্ট সমন্বয়ক মেসবাহুল হক এর তত্ত¡াবধানে দারিদ্র্য ও অসহায়ত্ব মোকাবেলায় সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এই ত্রাণতৎপরতা কর্মসূচি করে আসছেন তারা। পুরো রমজান মাসজুড়ে তাদের রয়েছে পথশিশু অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ। এ ছাড়াও ইফতার-সাহরী সামগ্রী বিতরণ, অজুখানা, মসজিদ-মাদ্রাসা শীতবস্ত্র বিতরণ, বিধবা এতিম ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ ও ছাত্রছাত্রীদের পড়ালেখার সহায়তা প্রদান করে আসছেন তারা।

উত্তরবঙ্গসহ এ জেলার দুস্থ মানুষেরা সংস্থাটির সহযোগীতা পেয়ে আত্মতুষ্টির কথা জানিয়েছেন। সেই সাথে তাদের জন্য দোয়া করেছেন উপকার ভোগী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |