ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাসব্যাপী প্রতিদিন ৫শত দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে দিশেহারা নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। প্রয়োজনীয় পণ্যের চড়া দামে ভালো ইফতার সামগ্রী কেনা দূর্বিষহ ব্যাপার। সে সকল নিম্ন আয়ের ও দুস্থ মানুষদের জন্য পুরো রমজান মাস জুরে প্রতিদিন ৫শত মানুষকে ইফতার করাচ্ছেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা।

প্রতিদিন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও বিভিন্ন গ্রামে ইফতার প্রোগ্রাম সম্পন্ন করছেন তাদের এক ঝাক সেচ্ছাসেবক। ভালো মানের ইফতার পেয়ে আত্মতুষ্টির কথা জানিয়েছেন সাধারণ মানুষেরা। অপরদিকে এমন কর্মসূচি আগামীতেও চলমান থাকবে বলে আশা রাখছেন সংস্থাটির সদস্যরা।

ইফতারে অংশগ্রহণ করা ভ্যানচালক লতিফুর রহমান বলেন, জিনিসপত্রের খুব দাম হওয়ার কারনে মুড়ি আর ছোলা ছাড়া আলাদা কিছু দিয়ে ইফতার করা হয় না। আর এ সংস্থাটি ভালো মানের খাবার দিয়ে ইফতার করাচ্ছে। আল্লাহ তাদের ভাল করুক।

ইফতারে আসা বৃদ্ধা মোমেনা বেওয়া বলেন, টাকা নাই সেই তাহানে ভালো ইফতার করিবা পারু না। আইজ মন ভরে ইফতার করি নু। যা ইফতার করাল আল্লাহ তার ভাল করুক।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, তাদের সংস্থাটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় ও প্রোজেক্ট সমন্বয়ক মেসবাহুল হক এর তত্ত¡াবধানে দারিদ্র্য ও অসহায়ত্ব মোকাবেলায় সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এই ত্রাণতৎপরতা কর্মসূচি করে আসছেন তারা। পুরো রমজান মাসজুড়ে তাদের রয়েছে পথশিশু অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ। এ ছাড়াও ইফতার-সাহরী সামগ্রী বিতরণ, অজুখানা, মসজিদ-মাদ্রাসা শীতবস্ত্র বিতরণ, বিধবা এতিম ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ ও ছাত্রছাত্রীদের পড়ালেখার সহায়তা প্রদান করে আসছেন তারা।

উত্তরবঙ্গসহ এ জেলার দুস্থ মানুষেরা সংস্থাটির সহযোগীতা পেয়ে আত্মতুষ্টির কথা জানিয়েছেন। সেই সাথে তাদের জন্য দোয়া করেছেন উপকার ভোগী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

You must be Logged in to post comment.

মাদারীপুরে জঙ্গল থেকে হিন্দু মহিলার মরদেহ উদ্ধার     |     রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা      |     কেজি দরে লিচু বিক্রি! এক কেজি লিচু এক’শ টাকা     |     ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি     |     লালমনিরহাটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন     |     নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা     |     সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে বিএনপি: শাজাহান খান     |     রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |