মায়েরা শিক্ষাই শিশুর ভবিষ্যত বুনিয়াদ মায়েরা সচেতন হলে জাতি সচেতন হবে -প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার বলেছেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হলো প্রাথমিক বিদ্যালয়। মায়েদের সচেতনতার মাধ্যমে শিশুদের মানসম্মত শিক্ষা অর্জিত হয়। একজন মা শিক্ষক নিজের সন্তানের মতো করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের পাঠদান করলে শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যত বুনিয়াদ। মায়েরা সচেতন থাকলে জাতি সচেতন হবে।
৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শিশুদের ভর্তি নিশ্চিতকরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের এমপি হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, পৌরসভার মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।