মা-বাবার কবরের পাশে সমাহিত রাজীব


বাস দূর্ঘটনায় হাত হারানো রাজিব মা বাবার কবরের পাশে শায়িত হয়েছেন। বুধবার সকাল ৯টায় বাউফলের পাবলিক মাঠে জানাজা শেষে উপজেলা সদরের দাসপাড়া গ্রামে নানা হাচন চৌকিদারের বাড়িতে বাবা-মার কবরের পাশে সমাহিত করা হয় রাজীবকে।
এর আগে মঙ্গলবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে বিকালে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায় রাজীবের লাশবাহী গাড়ি। বুধবার রাত পৌনে ২টার দিকে পটুয়াখালীর বাউফলে পৌঁছায় তার লাশ।
বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বাউফলের পাবলিক মাঠে রাজীবের জানাজায় চীফ হুইপ আসম ফিরোজ এমপি, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, পুলিশ সুপার মইনুল হাসান, রাজীবের ছোট দুই ভাইসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় দুই বাসের বেপরোয়া চালনার প্রতিযোগিতার মাঝে চাপা পড়েন রাজীব। বাস চাপায় ডান হাত হারানোর পাশাপাশি মস্তিস্কে রক্তক্ষরণ হয় রাজীবের। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি বাবা-মা হারা এতিম মেধাবী ছাত্র রাজীবকে। দীর্ঘ ১২ দিনের সব চেষ্টাকে হার মানিয়ে ১৬ এপ্রিল রাতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান তিনি।