মা হাসি মুন সারারাত সেবা করলেন অসুস্থ পুত্র মাসুদুর রহমানকে


বিনোদন ডেস্ক – সাম্প্রতিক সময়ে প্রকাশ হওয়া “পিরিতি শিখাইয়া কোথায় গেলি হারাইয়া” সহ কিছু গান তাকে দর্শক-শ্রোতাদের খুব কাছে নিয়ে গেছে। হিরু ফকিরের ভালো ভালো গান প্রকাশ হওয়ার ধারাবাহিকতায় এবার আসছে “মায়ের চান কালা” । গতকাল সোমবার ঢাকা ও টঙ্গী নন্দীবাড়ী সহ বিভিন্ন এলাকায় গানটির ভিডিও ধারন সম্পন্ন করা হয়। গানের মুল চরিত্রের মা হিসেবে হাসি মুন ও পুত্র এবং মুল চরিত্রে মডেল হিসেবে থাকছে মাসুদুর রহমান । হাসি মুন প্রায় শতাধিক শর্টফিল্ম , শতাধিক টেলিফিল্ম এবং বাংলা সিনেমাতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সকলের কাছে হাসু বুবু নামে পরিচিত। মাসুদুর রহমান জামালপুর থেকে প্রকাশিত দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি,তিনি একাধিক জাতীয় ও অনলাইন পত্রিকায় কর্মরত রয়েছে। মাসুদুর রহমান ইতিপুর্বে বাংলা টিভিতে ও মুভি বাংলা টিভিতে সরিষাবাড়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ঢাকা তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ অনার্সের শিক্ষার্থী তিনি । তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামে ১৯৯৭ সালের ২১ অক্টোবর জন্ম গ্রহণ করেন।