ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, হুমকি-ধামকী, হামলা, মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র হুমকি-ধামকী, হামলা, বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় হয়রানি ও গত ২০ জানুয়ারী তারিখে করা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী এক পরিবার। সোমবার সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকায় ভূক্তভোগী জিয়াউর রহমানের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগী জিয়াউর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৯৫৫ সাল থেকে দীর্ঘ ৬৭ বছর ধরে ৩০ দশমিক ৩৩ একর জমির মালিক হয় আমার পরিবার ও আমার স্বজনেরা। এর পর থেকে ওই জমি গুলো ভোগ দখল করে আসছে আমার পরিবার ও স্বজনেরা। গত দুই বছর পূর্বে আমার বড়ভাই আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর থেকে মোজাম্মেল, মোশারফ, লতিফ, সায়দার সহ তার বংশীয় লোকজন আমাদের জমিজমা দখলের চেষ্টা করে। এ নিয়ে কয়েকটি মামলা চলমান রয়েছে। পরে আদালত উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। এরপরে এই বিরোধ নিয়ে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট আপোষ করে দেন। কিন্তু তারা তা মানেনি। পরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট উভয়ের কাগজপত্র দেখে যে প্রতিবেদন দেন তাতে আমরা ৫ দশমিক ০৫ একর জমি পাই। পরে গেল ৬ই জানুয়ারী (শুক্রবার) মোজাম্মেল, মোশারফ, লতিফ, সায়দার সহ তার বংশীয় লোকজন আমাদের জমিজমাতে প্রবেশ করে ঘর তুলে দখলের চেষ্টা করে। পরে আমরা ৯৯৯ এ ফোন দেই। সেখানে পুলিশের উপস্থিতিতে তারা ঘর তৈরীর সামগ্রীতে আগুন দিয়ে আমাদের উপর হামলা করে আমাদের মারধর করে। আমরা অনেকে আহত হই। পরদিন ৭ই জানুয়ারী তারা দেশীয় অস্ত্রসস্ত্র রাম দা, চাইনজি কুড়াল, বল্লম, লোহার রড নিয়ে জমিতে হালচাষ শুরু করে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা সটকে যায়। পরে আমাদের করা মামলায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করে। পরে আমরা আবারো আমাদের জমিতে চাষাবাদ করে গত ১৭ই জানুয়ারী ভূট্টা রোপন করি। ওইদিন রাতে মোজাম্মেল সহ তাদের লোকজন নিজেদের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা কেন তাদের বাড়িতে আগুন ধরাতে যাবো।
তিনি অভিযোগ করে আরো বলেন, এ ঘটনায় পুলিশ তাদের পক্ষ নিয়েছে। তারা আমাদের কোনরুপ সহযোগিতা করছেনা। এটা মোটেই কাম্য নয়।
এ বিষয়ে বিরোধী পক্ষের মিজানুর রহমান বলেন, আমরা কেন নিজের বাড়ি নিজে পোড়াতে যাবো। কারো দাড়া নিজের বাড়ি নিজে পোড়ানো কখনোই সম্ভব নয়। আমরা বাড়ি পোড়ানোর ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি। আমরা চাই এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি। নিরপেক্ষ একটি সমাধান চাই আমরা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, আমরা কখনোই কারো পক্ষ নেইনি। ভূক্তভোগীরা এ ধরনের অভিযোগ করতে পারে এটাই স্বাভাবিক। আইনের মধ্যে থেকে যতটুকু সেবা দেয়া দরকার আমরা ততটুকুই করছি। এখানে কোন পক্ষপাতিত্বের সুযোগ নেই।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |