মির্জা ফখরুলকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে তোলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঠাকুরগাঁও জেলা শহরের আমতলী মোড় থেকে শুরু হয়ে বিএনপি অফিসে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন বলেন, বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাড়ি থেকে তোলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো কোন সন্ধ্যান মিলেনি। কোথায় নিয়ে যাওয়া হল তাও বলা হয়নি। মহাসচিব কে ছেড়ে না দিলে আরো কঠিন আন্দোলন করা হবে।
এসময় আরো জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর,সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷