ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে দিনাজপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মেহেদী হাসান উজ্জল,দিনাজপুর থেকে ফিরে:সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহলা রাখার দাবীতে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সমানে মানববন্ধনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক রাফায়েত হোসেন,সভাপতি লিয়াকত আলী বেগ, মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার, সহদেব চন্দ্র রায়, জবেদ আলী সরকার, আবু হায়াত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য গুলশান আরা লাকী, শাহনাজ পারভীন বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা সব সময় দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি করে পরাজিত শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৎপর। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে পরাজিত শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করতে যুব সমাজকে দিয়ে কোটা আন্দোলন করে। এতে প্রধানমন্ত্রী অভিমান করে সংসদে কোট বাতিল করে। এতে করে জীবন বাজি রেখে যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেঁর অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোন ভাবেই শহীদদের, মুক্তিযোদ্ধার অপমান মেনে নেবেনা। কোটা বহালের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থাপনা করেন মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান। এরপর আন্দোলকারীরা গাইবান্ধায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ ‘ধর্ষণের বিরুদ্ধে হোক প্রতিরোধ-চাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক গণপ্রতিরোধ আন্দোলন’ এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১১টা হতে দুপুর ১২ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ, অবলম্বন, বিডিইআরএম ও জনউদ্যোগের আয়োজনে আসাদুজ্জামান স্কুলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক আফরোজা লুনা, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, দীপ্তি রানী, বিডিইআরএম এর সভাপতি সন্তোষ বাশফোর, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দধিয়া রবিদাস, দলিত নেতা মিলন রবিদাস প্রমুখ।
বক্তরা বলেন ধর্ষণ এমন একটা সামাজিক ব্যধি যে একদিনেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। ‘প্রতিকার’ ও ‘প্রতিরোধ’ এই দুটোই প্রয়োজন। ‘প্রতিরোধ’ গড়ে তোলার জন্য সর্ব সাধারণের মধ্যে সচেতনতা ও জনমত সৃষ্টি করতে হবে। পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি মানুষ এর আস্থা আরো বাড়াতে হবে। দ্রুত তদন্ত কাজ সমাপ্ত করতে হবে।
অবশ্য সে জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্ষণ একটি মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধে নিপীড়ককে চিহ্নিত করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে বয়কট ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ধর্ষণের শিকার নারীকে দায়ী করার মানষিকতা পরিহার করে তার প্রতি সংবেদনশীল হতে হবে ও তার পাশে দাঁড়াতে হবে। ‘ধর্ষণ’ এর জন্য দায়ী সকল কারণ চিহ্নিত করতে হবে এবং সমাজ থেকে সেই কারণগুলোকে বিতাড়িত করতে হবে। আসুন জনমত সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলি
জলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখার দাবীতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর স্মারকলিপি গ্রহনের কথা স্বীকার করে জানিয়েছে, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |