ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে দিনাজপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মেহেদী হাসান উজ্জল,দিনাজপুর থেকে ফিরে:সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহলা রাখার দাবীতে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সমানে মানববন্ধনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক রাফায়েত হোসেন,সভাপতি লিয়াকত আলী বেগ, মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার, সহদেব চন্দ্র রায়, জবেদ আলী সরকার, আবু হায়াত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য গুলশান আরা লাকী, শাহনাজ পারভীন বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা সব সময় দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি করে পরাজিত শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৎপর। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে পরাজিত শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করতে যুব সমাজকে দিয়ে কোটা আন্দোলন করে। এতে প্রধানমন্ত্রী অভিমান করে সংসদে কোট বাতিল করে। এতে করে জীবন বাজি রেখে যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেঁর অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোন ভাবেই শহীদদের, মুক্তিযোদ্ধার অপমান মেনে নেবেনা। কোটা বহালের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থাপনা করেন মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান। এরপর আন্দোলকারীরা জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখার দাবীতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর স্মারকলিপি গ্রহনের কথা স্বীকার করে জানিয়েছে, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |