মুজিবনগরে যুবক-যুবতীদের নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মীয় বিষয়ক মন্ত্রালয়ের আওতায় বৃহত্তর খুলনা খৃষ্টান ধর্ম প্রদেশের একাংেেশর যুবক যুবতীদের নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আয়ুব হোসেন কর্মশালায়র শুভ উদ্বোধন করেন।
কর্মশালায় পালক পুরোহিত ফাদার বাবুল বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খৃষ্টান ধর্র্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব নির্মল রোজারিও। অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, কোর্স সমন্বয়ক মি. জন চন্দন মন্ডল, ফাদার নরেন জোসেফ বৈদ্য, প্রফেসর সন্দ্বীপ সরকার প্রমুখ।
২৩০ জন যুবক-যুবতী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় দেশের সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা ও পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নীতি নৈতিকতা সম্পন্ন যুব সমাজের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আ।রোপ করা হয়।