মুজিবনগরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরের ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী তসলেমউদ্দীন (৪৫) কে ২ দিনপর গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে তাকে আটক করেছে। গ্রেফতার কৃত তসলেম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত বিলাত আলী মিস্ত্রীর ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তসলেমউদ্দীন কে গ্রেফতার করা হয়েছে।আসামী তসলেমউদ্দীনকে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুওে তসলেমউদ্দীন ৪ বছরের শিশু ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ীতে এসে তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এর পর থেকে ধর্ষক তসলেমউদ্দীন পলাতক ছিল।
এদিকে ধর্ষক আটক হলে ভবেরপাড়া গ্রামের লোকজন মুজিবনগর থানা ঘেরাও করে ও ধর্ষকের ফাঁসির দাবি করে ।