মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাশ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগওে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি মুজিবনগর বিশ্ববিদ্যালয় , মেহেরপুর বিল -২০২৩ পাশের জন্য সংসদে উত্থাপন করেন। বিশের উপর যাচাই বাছাই কমিটিতে প্রেরণ সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে বিলটি কন্ঠভোটে পাশ হয়। বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ-১৯৭৩ এর বিধানাবলী পরিপালন করতে হবে।
রাস্ট্র পতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আচার্য নির্ধারিত শর্তে স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করবেন। কোনো ব্যাক্তি একাধিকবার বা দুই মেয়াদের বেশী সময়ের জন্য নিয়োগ হবেন না।