ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মুমিনের সফলতার প্রথম সিঁড়ি বিনম্র নামাজ

আজকের রিপোর্ট ডেক্স:সফতলা কে না চায়? প্রত্যক সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষেই সফল হতে চায়। আপন কর্মে, আপন ক্ষেত্রে। যেখানেই সে বিচরণ করে, সেখানেই সফলাতা অর্জন করতে চায়। সফলতার এ চাওয়া ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। খুব স্বাভাবিকভাবেই একজন মুমিনও সফল হতে চাইবে তার জীবনে। সে বিশ্বাস করে এ জীবনে সীমা খুব দুরে নয়। এরপর শুরু হবে এক অসীম জীবনের পথ চলা। মনেপ্রাণে যে এ বিশ্বাস লালন করে, তার মূল লক্ষ্যই তো হচ্ছে- আখেরাতের জীবন। হয়তো সে সফলতার কামনা করে দুই জীবনেই। কিংবা সসীম দুনিয়ার জীবনে কোন ভাবে শেষ হয়ে গেলেও তার চুড়ান্ত চেষ্টা সাধনা ও কামনা- অসীম পরকালীন জীবনে যাতে সে ব্যর্থ না হয়। দুনিয়ার জীবন যেহেতু ক্ষণস্থায়ী, তাই এর সফলতাও ক্ষণস্থায়ী। প্রকৃত সফলতা হচ্ছে- আখেরাতের সফলতা। তাই যদি কেউ আখেরাতের অনন্ত অসীম জীবনে সফলতা ও মুক্তি না পায়, তাহলে দুনিয়াতে সে যত সুখ, বিলাসিতা ও আরামে কাটাক না কেন, সে সফল নয়। আর যদি কোন মুমিন দুনিয়ার অস্থায়ী ও স্বল্পকালীন জীবনটাকে কষ্টের ভিতর দিয়েও কাটায়, কিন্তু আখেরাতে সে জান্নাতের অফুরন্ত নেয়ামতরাজি লাভ করতে পারে, তাহলে সে সফল। পবিত্র কোরআনে আল্লাহতাআলা সফল মুমিনের পরিচয় বলে দিয়েছেন। সেখান থেকে যে কোন মুমিন তার সফলতার পথ খুজে নিতে পারে। সফলতার জন্য মহান আল্লাহর দেখানো যে পথ, তার চেয়ে উত্তম ও যথার্থ আর কোনো পথ হতে পারে? সূরা মুমিনের শুরুটাই হয়েছে এভাবে- নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিন গণ! যারা তাদের নামাজে আস্তরিক ভাবে বিনীত। যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। সূরা মুমিনুুন: ১-৩ এখানে মুমিনদের সফলতার জন্য প্রথম যে দিকটির কথা বলা হয়েছে তা হলো বিনম্র নামাজ।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |