মুমিনের সফলতার প্রথম সিঁড়ি বিনম্র নামাজ


আজকের রিপোর্ট ডেক্স:সফতলা কে না চায়? প্রত্যক সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষেই সফল হতে চায়। আপন কর্মে, আপন ক্ষেত্রে। যেখানেই সে বিচরণ করে, সেখানেই সফলাতা অর্জন করতে চায়। সফলতার এ চাওয়া ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। খুব স্বাভাবিকভাবেই একজন মুমিনও সফল হতে চাইবে তার জীবনে। সে বিশ্বাস করে এ জীবনে সীমা খুব দুরে নয়। এরপর শুরু হবে এক অসীম জীবনের পথ চলা। মনেপ্রাণে যে এ বিশ্বাস লালন করে, তার মূল লক্ষ্যই তো হচ্ছে- আখেরাতের জীবন। হয়তো সে সফলতার কামনা করে দুই জীবনেই। কিংবা সসীম দুনিয়ার জীবনে কোন ভাবে শেষ হয়ে গেলেও তার চুড়ান্ত চেষ্টা সাধনা ও কামনা- অসীম পরকালীন জীবনে যাতে সে ব্যর্থ না হয়। দুনিয়ার জীবন যেহেতু ক্ষণস্থায়ী, তাই এর সফলতাও ক্ষণস্থায়ী। প্রকৃত সফলতা হচ্ছে- আখেরাতের সফলতা। তাই যদি কেউ আখেরাতের অনন্ত অসীম জীবনে সফলতা ও মুক্তি না পায়, তাহলে দুনিয়াতে সে যত সুখ, বিলাসিতা ও আরামে কাটাক না কেন, সে সফল নয়। আর যদি কোন মুমিন দুনিয়ার অস্থায়ী ও স্বল্পকালীন জীবনটাকে কষ্টের ভিতর দিয়েও কাটায়, কিন্তু আখেরাতে সে জান্নাতের অফুরন্ত নেয়ামতরাজি লাভ করতে পারে, তাহলে সে সফল। পবিত্র কোরআনে আল্লাহতাআলা সফল মুমিনের পরিচয় বলে দিয়েছেন। সেখান থেকে যে কোন মুমিন তার সফলতার পথ খুজে নিতে পারে। সফলতার জন্য মহান আল্লাহর দেখানো যে পথ, তার চেয়ে উত্তম ও যথার্থ আর কোনো পথ হতে পারে? সূরা মুমিনের শুরুটাই হয়েছে এভাবে- নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিন গণ! যারা তাদের নামাজে আস্তরিক ভাবে বিনীত। যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। সূরা মুমিনুুন: ১-৩ এখানে মুমিনদের সফলতার জন্য প্রথম যে দিকটির কথা বলা হয়েছে তা হলো বিনম্র নামাজ।