ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মুসলিম উম্মার শান্তি কামনায় সম্পন্ন লালমনিরহাট ইজতেমা

মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।আখেরী মোনাজাত দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা।আজ শনিবার বেলা ১২টায় মোনাজাতে আমিন আমিন ধ্বনির মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
৪০ মিনিটের এই মোনাজাতে আল্লাহ যেন সকল মুসলিম উম্মার গুনাহ ক্ষমা করেন, সকলে যেন আল্লাহর পথে আসেন ও নামাজ কয়েম করেন এই কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন আগত মুসল্লিগণ। সেই সাথে দেশ ও জাতীর কল্যাণ কামনা করেন তারা। নিজেদের আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ধর্মীয় রীতিনীতি চর্চার করার জন্য এই ইজতেমা মুসল্লিরা সমবেত হয়েছিল।
জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা পাটগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্র ধরলা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে। তীব্র শীত উপেক্ষা করে লাখো মুসল্লি ইজতেমা মাঠে এসেছেন। ধরলা নদীর অববাহিকায় মোটা বালুর ওপরে নির্মিত বিশাল প্যান্ডেল নজর কেড়েছে।
এর আগে গত বুধবার আছর নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল লালমনিরহাট জেলার পাটগ্রামের ইজতেমার প্রথম পর্ব। এখানে বিশ্বের ৬টি দেশ ও লালমনিরহাট জেলার ৫টি থানার ধর্মপপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে ইবাদত পালনে উপস্থিত হন। দিল্লির নিজামুদ্দিন মারকাজে সাদ পন্থী অনুসারীদের আয়োজনে লালমনিরহাট জেলার পাটগ্রামের ধরলা নদীর তীরে এলাকায় এ ইজতেমা শুরু হয়েছিল।
আয়োজক কমিটি জানিয়েছে, তিন দিনব্যাপি ইজতেমায় বিশ্বের ভারতসহ বিভিন্ন দেশের মুসল্লি, পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম,নীলফামারী লালমনিরহাটের ৫টি উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়েছিলেন।
ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। এখানে মেহমানদের চিকিৎসা সেবার ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষায় এখানে পুলিশের টিম ছিল। ইজতেমার জন্য নির্ধারণ করা এলাকায় লাগানো হয়েছিল বাঁশের খুঁটির সঙ্গে চট, কাপড়। সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে রান্নার জায়গা। ছিল প্রস্রাব-পায়খানার ব্যবস্থা। এছাড়াও গোসলের জন্য ছিল ঘাট বাঁধা পুকুর।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |