মেধাবী তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনি


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : দিনাজপুরে গরীব ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মেধাবী জমজ ভাইবোনের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর স্ত্রী শাম্মী আক্তার মনি। দিনাজপুর উপজেলার বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির পলিগ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা জোহানেস মুরমু এর জমজ তিন সন্তান লাসার সৌরভ মুর্মু, মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মূ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়। খবর পেয়ে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনি শনিবার বিকেলে উপজেলার পলিগ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে তাদের বাড়ীতে উপস্থিত হয়ে মিষ্টি, পোষাক ও নগদ অর্থ প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলাম, প্রভাসক কালী প্রসন্ন সরকার, ইমরান হোসেন, মাহাবুবুল আলম, প্রমুখ। রেলপথ মন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনি বলেন, জমজ তিন ভাইবোন একসাথে জিপিএ-৫ পেয়েছে, তাদের ও তাদের পিতা মাতাকে সাধুবাদ জানাই। তাদের অনেক মেধা রয়েছে। বাবা মা ও তাদের অক্লান্ত প্ররিশ্রমের কারনেই তারা এ সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে অর্থের অভাবে যেন আগামীতে তাদের পড়ালেখা বন্ধ না হয়ে না যায় তাই তাদের পড়ালেখার সকল অর্থ বহনের দায়িত্ব নিয়েছি।