মেসি জাদুতে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাল বার্সা


স্পোটস ডেক্স : মেসির একমাত্র গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষেই থাকল বার্সালোনা। বরিবারের ম্যাচে ক্যম্পনূতে অ্যাতলেটিকোর মাদ্রিদকে হারিয়ে ১-০ গোলে হারিয়েছে মেসিরা।
লা-লিগাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা৷ ২৭ টি ম্যাচে ২১ জয় জয়ে শিরোপা দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বার্সালোনা ৷
লা-লিগার আগের ম্যাচে লাস পালমাসের সঙ্গে ১-১ এ ড্র করেছিল বার্সা৷তাই অ্যাতলেটিকোর সঙ্গে শক্ত লড়াইয়ের দিনেও দলের মান বাঁচালেন মেসি। খেলার ২৬ মিনিটে ২৩ মিটার দূর থেকে ফ্রি কিক থেকে করা তাঁর গোলেই ১-০ এগিয়ে যায় বার্সেলোনা৷ খেলার দ্বিতীয়ার্ধে বার্সার প্লেয়াররা ঝিমিয়ে পড়লেও সুযোগ কাজে লাগিয়ে খেলায় ফিরতে ব্যর্থ থাকে অ্যাতলেটিকো মাদ্রিদ৷
এটি মেসির ৬০০ নম্বর গোল৷ যার মধ্যে আর্জেন্টিনার জার্সি গায়ে ৬১ টি গোল করেছেন বার্সেলোনার হয়ে করেছেন ৫৩৯টি গোল৷