মেহেরপুওে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ঃআগামী ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকরের ১৬২ তম এবং ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃধবার সকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তৃুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, পিপি এ্যাড, পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলঅ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী প্রমুখ। সভায় যথাযথ মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে উভয় দিবসের প্রতিপাদ্যকে উপজীব্য করে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।