মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি ্ইউনিয়ন যুব মহিলালীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমঝুপি ্যুব মহিলালীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউপি যুবমহিলা লীগের.সভাপতি শহিদা খাতুনের .সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সাফল্য তুলে ধরে শেষ করা যাবে না। সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি, মেহেরপুর জেলা যুবমহিলালীগের প্রতিষ্ঠাতা ও জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী কলেজ ছাত্রলীগের সেক্রেটারী কুতুবউদ্দীন প্রমুখ।