মেহেরপুরের আমদহ ইউনিয়ন যুবমহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম “মেহেরপুর জেলা প্রতিনিধি ‘ মেহেরপুরে সদর উপজেলার আমদহ ্ইউনিয়ন যুব মহিলালীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমদহ ্গ্রামে যুব মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আমদহ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমদহ ইউপি যুবমহিলা লীগের.সভাপতি রেহেনা খাতুনের .সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সাফল্য তুলে ধরে শেষ করা যাবে না। সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি, মেহেরপুর জেলা যুবমহিলালীগের প্রতিষ্ঠাতা ও জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সহ ধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।
অন্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, আমদহ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাড, শহিদুল হক,আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুত শোভা মন্ডল,আমদহ আওয়ামীলীগের যুগ্ম সেক্রেটারী আতিয়ার রহমান হিরা, মুজিবনগর উপজেলা যবু মহিলালীগের সেক্রেটারী তসলিমা খাতুন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্ব্ছোসেবকলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।