মেহেরপুরের আমদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৪ ও সদস্য পদে ৬৫ প্রার্থীর মনোনয়ন জমা। ২ জন সদস্যের প্রার্থিতা বাতিল


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রওশন আলী টোকন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম, জিনারুল ইসলাম এবং নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় এসব প্রার্থীদের সাথে অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
গত রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রওশন আলী টোকন অষংখ নেতা কর্মী সমর্থক নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়াজান আলী, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে রওশন আলী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে আবারও নির্বাচিত হবেন বলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আমদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আয়ূব হোসেন, মিজারুল ইসলাম, বশির উদ্দিন, আজাদ আলী, আবুল হায়াত এবং আতিয়ার রহমান।
২ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আক্কাস আলী, ওসমান আলী, তুষার আলী, মিজানুর রহমান, কাবুল আলী, শরিফুল ইসলাম এবং আবুল হাসান।
৩ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মোয়াজ্জেম হোসেন, সাকিবুল, জাহিদ মীর,আব্দুল জব্বার, দরুদ আলী, আসাদুল্লাহ এবং মনিরুল ইসলাম।
৪ নং ওয়ার্ডেনমোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন বুলু, বিল্লাল হোসেন, ফরজ আলী, আব্দুর রাজ্জাক,আলী হোসেন, মাওলাদ হোসেন এবং আজিরুল ইসলাম ।
৫ নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ইসরাফিল হোসেন, আব্দুল কুদ্দুস, ফিরোজ হোসেন।
৬ নং ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রাজন আলী, জহিরুল ইসলাম, রেজাউল করিম এবং ফিরাতুল ইসলাম।
৭ নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আব্দুর রশিদ, কাউসার আলী, জিনারুল ইসলাম।
৮ নম্বর ওয়ার্ডের মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন সিরাজুল ইসলাম,রেজাউল করিম এবং মিনারুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আবু বক্কর, মোকসেদ হোসেন, রাজন মিয়া, সুমন আলী এবং আবুল কালাম আজাদ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আরিফা বেগম, রোজি বেগম, রাখি, হোসনেয়ারা, কোহিনুর, পিপুলি খাতুন। ২ নং ওয়ার্ডে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন হাবিবা খাতুন, ভেজালি খাতুন,সাবিনা খাতুন, মনিরা খাতুন এবং ৩ নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ডেইজি, সোনাভানু, সাহিদা, জাহারুন, বেদানা ও জেসমিন তাদের মনোনয়নপত্র জমা দেন।
রিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। আজ ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা হয়েছে । বাছাই শেষে সকল চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। ২ জন সদস্য প্রার্থীর বয়স না হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। আগামী ১৬ মার্চ আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমিরুল ইসলাম অল্ডাম