মেহেরপুরের কল্যাণপুর গ্রাম থেকে ২ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে ২ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল গ্রামের পথচারীদের খবরের ভিত্তিতে একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।