মেহেরপুরের গাংনীতে অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ পালনের পাশাপাশি ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নব বর্ষ পালন করা হয়েছে। পাশাপাশি গাংনী অফিসার্স ক্লাবের উদ্যোগে ভালবাসার নিদর্শনস্বরুপ গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও তাঁর সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পহেলা বৈশাখ উদযাপনের মঞ্চে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি বিষ্ণুপদ পাল এবং তাঁর সহধর্মিনী মৌসুমী কুন্ডুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়। গাংনী অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন ইউএনও বিষ্ণুপদ পালকে ও গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন মিসেস ইউএনও মৌসুমী কুন্ডুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন,গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ,উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ,উপজেলা একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী আবু হাসনাত শাহরিয়ার,উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম, গাংনী আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার শর্মিলা বিশ্বাসসহ বিভিন্নদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এইবারেই প্রথম উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের পহেলা বৈশাখের আনন্দ আয়োজনে সাদা রংয়ের পাঞ্জাবী ও বাসন্তী রংয়ের শাড়ী কাপড় প্রদান করা হয়েছে। এর আগে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের নেতৃত্বে শোভাযাত্রাটি সারা শহর ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।