মেহেরপুরের গাংনীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রযুক্তির মাধ্যমে কৃষিতে কিভাবে উন্নয়ন করা যাবে সে বিষয়টি নিয়ে বিভিন্ন স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুন ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষক কৃষিবিদ সামছুল আলম, গাংনী উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি অফিসার শিকদার মোঃ মুহাইয়মেন আক্তার।