মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রশি্িক্ষত যুব,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টার সময় আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন , এমপি সাহিদুজ্জামানের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম, যুব দিবস পালনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুজ্জামান ।
এসময় গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দূল হালিম,গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর আলোর পথে যুব উন্নয়ন সংস্থার পরিচালক এহসানুল কবীর সবুজ, সফল যুব উদ্যোক্তা রফিকুল ইসলামসহ যুব সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই যুব র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। আলোচনা শেষে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গরু মোটাতাজাকরণ ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদসহ বিভিন্ন সংগঠনের শতাধিক যুব ও যুব মহিলা অংশগ্রহন করে।
পরে যুব সংগঠনের সফল উদ্যোক্তা ও প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।