মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত হয়েছে। আজ রবিবার সকালের দিকে গাংনী উপজেলা শহরের কয়েকটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল আনন্দ র্যলি বের করে।
গাংনী মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদ্রাসা প্রাঙ্গন থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসায় এসে শেষ হয়। পরে স্ব- স্ব প্রতিষ্ঠান বা মাদ্রাসায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।