মেহেরপুরের গাংনীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ -২০২২ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশ্ক্ষিণ-২০২২ অনুিষ্ঠত হয়েছে। ‘সোনালী আশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা সম্মেলন ক্েক্ষ দিনব্যাপী পাট বীজ চাষীদের নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা পাট কর্মকর্তা হারুণ অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা উপসহকারী পাট বীজ কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের বিশেষ প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সেক্রেটারী নুরুজ্জামান পাভেল প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০ জন পাট চাষী অংশগ্রহন করেন।