ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে পিকনিকের বাস উল্টে নারী ও শিশুসহ আহত ২৫

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভয়াবহ বাস দূর্ঘটনা ঘটেছে। পিকনিকের বাস দূর্ঘটনায় পুরুষ, নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল ডিগ্রী কলেজের সামনে এ বাস দূর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দরুদ শেখের ছেলে রাহাত(৩), শাওন (২৮), তার ছেলে সামিউল (৫), দেলোয়ার হোসেন(৩৫), তার স্ত্রী খাজিরন নেছা (৩০), মেয়ে সুমাইয়া খাতুন (৪), জাকিরুল ইসলাম (৩৫), তার মেয়ে জুই খাতুন (৭), স্ত্রী লিমা খাতুন (৩০), ও তার ছেলে জুবায়ের হোসেন (৪), ছুরমান আলীর স্ত্রী পলি খাতুন (৩০), ঝন্টুর ছেলে নাহিদ হোসেন (১৮), রাশিদুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন (৩০), ছুরমান আলীর ছেলে সম্রাাট(১০), নজরুল ইসলামের স্ত্রী টুলু খাতুন (৫০), হাফিজুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন (২৩), হাফিজুলের ছেলেহাসিবুল ইসলাম (২), সাইফুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৪), টিপু সূলতানের স্ত্রী আসমানী খাতুন (২৫),মুকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (৩০), মোমিনপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী পলি খাতুন (৩৫), ছেলে মন্টু (৮), মুকুল হোসেনের স্ত্রী মুক্তি খাতুন (৩০) ।
আহতরা বলেন, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা নাটোরের লালপুর পিকনিক স্পটে যাচ্ছিলেন। বাসটিতে শিশুসহ ৩৭ জন লোক ছিলেন। বাসের অধিকাংশ লোকজনই নারী ও শিশু। হাসান পরিবহন যার নং মেহেরপুর জ-০৪-০০১৬ বাসটি জোড়পুকুরিয়া ও তেরাইল মাঠের মধ্যে তেরাইল কলেজের সামনে কালভাটের কাছে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বেও খাদে উল্টে যায়। এসময় বাসের মধ্যে থাকা সকলেই কমবেশী আহত হন।
সাথে সাথে খবর পেয়ে বামন্দ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনা স্থলে এসে আহতদেও উদ্ধার করে হাসপাতালে নেন। বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার ইছাহক আলী বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।কিছু সংখ্যক আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |