মেহেরপুরের গাংনীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে এবছর ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরের দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসাহাক আলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্র্াপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা সৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।