মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মুত্যু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইবনে মায নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । আজ রবিবার সকালের দিকে গাংনী পৌর শহরের ভিটাপাড়ায় তার নানা কসাইয়ের বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে।
ইবনে মায মেহেরপুর সদর উপজেলার বাড়াদী গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নানা বাড়ির সিঁড়িরি নিচে থাকা পানির পাম্প এর তার ধরে শিশু খেলা করছিল। এ সময় বিদ্যুতের তার ছিড়ে গেলে সে বিদ্যুতায়িত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ হওয়ায় তৎক্ষনাৎ মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশু পুত্র হারিয়ে পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে।