ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন ইটভাটার মালিকের ৫৫ হাজার টাকা জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় ব্যবহৃত মাটি বহনকারী গাড়ি দ্বারা মাটি ফেলে সড়কে বিঘ্ন ঘটানো হচ্ছে। এমন অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাংনী উপজেলার কয়েকটি ইটভাটায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে রাস্তা কাঁদা সড়ক থেকে অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে গাংনী- ধানখোলা সড়কের পার্শ্বে অবস্থিত কয়েকটি ইটভাটায় মালিককে জরিমানা করা হয়েছে। অন্যান্য এলাকার আরও কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার ঘভূমি) নাদির হোসেন শামীম আদালত পরিচালনা করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, ইটভাটা মালিকরা তাদের ভাটায় মাটি কাটা ট্রলি দিয়ে মাটি বহন করে রাস্তায় কাঁদা সৃষ্টি করায় চলাচলে বিঘ্ন হচ্ছে। ইটভাটার মালিকরা সড়কে বিঘ্ন ঘটানোর বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

You must be Logged in to post comment.

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |