ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন ইটভাটার মালিকের ৫৫ হাজার টাকা জরিমানা

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় ব্যবহৃত মাটি বহনকারী গাড়ি দ্বারা মাটি ফেলে সড়কে বিঘ্ন ঘটানো হচ্ছে। এমন অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাংনী উপজেলার কয়েকটি ইটভাটায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে রাস্তা কাঁদা সড়ক থেকে অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে গাংনী- ধানখোলা সড়কের পার্শ্বে অবস্থিত কয়েকটি ইটভাটায় মালিককে জরিমানা করা হয়েছে। অন্যান্য এলাকার আরও কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার ঘভূমি) নাদির হোসেন শামীম আদালত পরিচালনা করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, ইটভাটা মালিকরা তাদের ভাটায় মাটি কাটা ট্রলি দিয়ে মাটি বহন করে রাস্তায় কাঁদা সৃষ্টি করায় চলাচলে বিঘ্ন হচ্ছে। ইটভাটার মালিকরা সড়কে বিঘ্ন ঘটানোর বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |