মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবকের জেল জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবকের রনি রোজারিও ও সাগর রোজারিও কে জেল জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৩ টার সময় গাংনী পৌর সভার ৩ নং ওয়ার্ড চৌগাছা খৃষ্টানপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ড ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম।
জানা গেছে, রনি রোজারিও গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের খৃষ্টান পাড়ার বিমল রোজারিও-র ছেলে এবং সাগর রোজারিও একই এলাকার ক্লেমেট রোজারিও-র ছেলে। এর আগে বেলা ১২ টার দিকে এই দুই মাদক সেবক খৃষ্টান পাড়া এলাকায় রাজিরের আমবাগানে বসে গাঁজা সেবনরত অবস্থায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক করা হয়। মাদকদ্র্ব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই খসরুর নেতৃত্বে একটি টিম অভিযাবন চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটক করা হলে তারা বিরক্তিকর আচরণ ও গালাগালি করতে থাকে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট নাদির হোসেন শামীম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারায় আসামী রনিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আসামী সাগরকে একই আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।