মেহেরপুরের গাংনীতে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চর গোয়ালগ্রামে ওয়াছেল হোসেন ওরফে ওসিল মোল্লা (৪০) নামের এক মানষিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছে।
মানষিক ভারসাম্যহীন ওসিল মোল্লা চর গোয়াল গ্রামের ফুটবল মাঠপাড়ার মৃত সামসুদ্দীন মোল্লার ছেলে ।
শনিবার দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ির পাশ্র্ েকাঁঠালগাছে র ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, গত ৫-৬ বছর যাবত ওসিল মোল্লা মানষিক ভারসাম্যহীনতাই ভুগছিলেন। রাতে সবার অজান্তে বাড়ির পাশ্র্রে কাঁঠাল গাছের ডালে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২০ বছর আগে ওসিল মোল্লার বাবা শামসুদ্দীন মোল্লাও গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিলেন।