মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। শুভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি কৌটা বাতিল প্রসঙ্গে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এমন একজন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি যতক্ষন আছেন ততক্ষন আপনাদের সুযোগ সুবিধা নিয়ে ভাবতে হবেনা। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আরো বলেন, আগামীতে আপনাদের বাসস্থান চিকিৎসা সেবা সহ আরো ৫টি বোনাস জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা করবেন এবং তা পর্যায়ক্রমে আগামী মাস থেকে শুরু হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে আর কোন সরকার তা করেনি করতে পারবেও না। এসময় বিশেষ অতিথির বক্তর্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব অপরুপ চৌধুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, মেহেরপুর জেলা নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সর্দার, গাংনীর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র নবিরুদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি, তেঁতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পচু সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও এলাকার সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।উল্লেখ্য, কোটি ৯২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত কাজটি বাস্তবায়ন করে এলজিইডি মেহেরপুর।