মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেল কিনে না দেয়ায় কিশোরের গলায় রশি দিয়ে আত্মহত্যা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে তুচ্ছ বিষয় নিয়ে তারিকুজ্জামান ওরফে তারেক (১৬) বাবা মোটর সাইকেল কিনে না দেয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। কিশোর তারেক গাংনী উত্তর পাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তারেক পেশায় একজন রাজমিস্ত্রী ।
আজ ম্ঙলবার সকাল ১১ টার সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তারেকের ঝুলন্ত মরদেহ পুলিশ ঘরের আড়া থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে মোটর সাইকেল কিনে নেয়ার জন্য পরিবারের কাছে দাবি করে আসছিল তারেক।মোটর সাইকেল কিনে না দেয়ায় পরিবারের উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।