মেহেরপুরের গাংনীতে শিক্ষক দিবস-২০২২ পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে শিক্ষক দিবস -২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ এর আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় উপজেলা শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ‘ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ু দিবসটি পালিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এসময় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক মিন্টু, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন ,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী সরকারী পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাষ্টারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
দিবসটি পালনে আলোচনার আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।