মেহেরপুরের গাংনীতে সবজি বীজ ও চারা বিতরণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাড়ির আঙ্গিনায় জায়গা ব্যবহার এর জন্য সবজির বীজ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাষ্টার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্বাস আলী।
সবশেষে সাহিদুজ্জামান শিপুর সৌজন্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।