ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের পৌর যুবমহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক- সমাবেশ

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর পৌর সভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ্যুব মহিলালীগের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদরের ৭ , ৮ ও ৯ নং ওয়ার্ডের যুব মহিলা লীগের আয়োজন কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি, মেহেরপুর জেলা যুবমহিলালীগের প্রতিষ্ঠাতা ও জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, জেলঅ আওয়ামীলীগর সহ সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন,মেহেরপুর জেলা যুব লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ। উঠান বৈঠকে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতা মিজানুর রহমান, কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দীন , ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |