মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মেহেরপুরের উদ্যোগে মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের ৪০০০ মোট্রকটন পিএফজি সার গুদাম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে এবং নাম ফলক উন্ম্ােচন কওে ৪০০০ মেট্রিক টন পিএফজি সার গুদামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ অজিজুল ইসলাম এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি গ্রেট-১) এর চেয়ারম্যান আব্দুল্রঅহ সাজ্জাদ, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) আব্দুস সামাদ, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তাফিজুর রহমান , পুলিশ সুপার রাফিউল আলম, বারাদি ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখ।