মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে বিভিন্ন ইটভাটায় ব্যবহৃত মাটি বহনকারী গাড়ি দ্বারা মাটি ফেলে সড়কে বিঘ্ন ঘটানো হচ্ছে। এমন অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেহেরপুর জেলার কয়েকটি ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে রাস্তা কাঁদা সড়ক থেকে অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুরের বিভিন্ন সড়কের পার্শ্বে অবস্থিত কয়েকটি ইটভাটায় মালিককে জরিমানা করা হয়েছে। অন্যান্য এলাকার আরও কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী আদালত পরিচালনা করেন। এ সময় মেহেরপুর থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ ) আইন এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটা মালিকরা তাদের ভাটায় মাটি কাটা ট্রলি দিয়ে মাটি বহন করে রাস্তায় কাঁদা সৃষ্টি করায় চলাচলে বিঘ্ন হচ্ছে। ইটভাটার মালিকরা সড়কে বিঘ্ন ঘটানোর বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।