মেহেরপুরের সাবেক মেয়র মতুসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :খুলনা বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মেহেরপুরের সাবেক মেয়র মোতাসিমবিল্লাহ মতুসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক মাহবুব চান্দু। খুলনা বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিজ্ঞ বিচারক কনিকা বিশ্বাস মামলাটি তদন্ত কওে প্রতিবেদন জমা দেয়ার পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কুষ্টিয়াকে দায়িত্ব দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতু, সাইফুল ইসলাম স্বাধীন, ইন্টার্ন চিকিৎসক মুস্তাকী বিল্লাহ সাফিন, শামীম হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম লিয়ন, সৌমিক ব্রো, ও এস এম মেহেরাব হোসেন।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৫(১)(ক)২৫(১)(খ)২৫(২)/২৯/৩১/৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।
জানা গেছে, বাদি মাহাবুব চান্দু ২০ বছর যাবত সাংবাদিক পেশায় নিযুক্ত রয়েছেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক মাহাবুব চান্দুর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলায় গত ৩০ জুলাই মেহেরপুরের সাংবাদিক সমাজ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করে।