মেহেরপুরে অটোবাইক উল্টে যাত্রী নিহত-১আহত -৬


মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়ে ব্যাটারী চালিত অটোবাইক উল্টে যাত্রী মাসুদ রানা (৪৫) নামের এক সহকারী মহুরী নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা গাংনী উপজেলা সাব রেজিষ্টার অফিসের একজন মহুরী ও মহাম্মদপুর গ্রামের ফিরোজ মহুরীর ছেলে। এসময় অন্যান্য যাত্রী মহিলা সহ আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা মহা সড়কের আমঝুপি কোলার মোড়ে একটি বাইসাইকেল চালককে সাইড দিতে গেলে যাত্রীবোঝাই অটো বাইক রাস্তার উপর উল্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসুদ রানা জমি সংক্রান্ত কাজের সুবাদে মেহেরপুর কোর্টে গিয়েছিলেন। কাজ শেষে দুপুরের দিকে মেহেরপুর কুষ্টিয়া প্রধান সড়ক দিয়ে সরাসরি না এসে অটোবাইক চালকের কথামত মেহেরপুর রাইপুর হয়ে কোলার মোড় হয়ে গাড়াডোব দিয়ে গাংনীতে আসার সিদ্ধান্ত নেন।
মেহেরপুর থেকে ছেড়ে এসে কোলার মোড় নামক স্থানে পৌঁছালে একজন বাই সাইকেল চালককে সাইড দিতে গিয়ে অটো বাইক রাস্তার উপর উল্টে যায়। এসময় গাড়ী চাপা পড়ে মাসুদ রানা নিহত হন। অন্য যাত্রীরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
মেহেরপুর থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান, ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।