মেহেরপুরে অধ্যাপক আব্দুর রশিদ রচিত গবেষণাগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অধ্যাক আব্দুর রশিদ রচিত ‘অগ্নিযুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীরগাঁথা গবেষণা গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের আয়োজনে বইয়ের মোড়ক উন্মোচনের উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পাঠক ফোরামের আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।
প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, বাংলা একাডেমির শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক বিশিষ্ট কথা সাহিত্যিক গাংনী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভী।
অধ্যাপক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, গাংনী সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, একই কলেজের সহকারী অধ্যাপক ও মেহেরপুর জেলঅ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এসময় অতিথির সারিতে গবেষণাগ্রন্থ রচয়িতা অধ্যাপক আব্দুর রশিদ রচিত বইয়ের সার সংক্ষেপ আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. একেএম শফিকুল আলম,সমাজ সেবক ইয়াছিন রেজা, কাজীপুর কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন , বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম পথিক।
এছাড়াও অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
সবশেষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।