মেহেরপুরে অসচ্ছল অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর অনুদানের চেক বিতরণ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে অসচ্ছল অসহায় দরিদ্র পরিবারের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রধান মন্ত্রী প্রদত্ত অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় ।
এসময় তিনি ৩৯ জন অসচ্ছল অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন। এদিন ৪০ হাজার টাকা করে ১০ জন, ৫০ হাজার টাকা করে ২৯ জনকে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের আগে আর্থিক অনুদান ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে চেক প্রাপ্ত ব্যক্তিরা অভিমত প্রকাশ করেন। উপকারভোগীরা প্রধান মন্ত্রীর জন্য বিশেষ দোয়া করেন।