মেহেরপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস এর শুভ উদ্বোধন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : অসচ্ছল বীর মুক্তিযোদ্দাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের বীর নিবাস প্রকল্পের আওতায় মেহেরপুর জেলায় আরো ৩০ জন বীর মুক্তিযোদ্ধা প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ঘর পেলেন।
বুধবার দুপুরের দিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদেও ঘর প্রদানের উদ্বোধন করেন। এর াাওতায় মেহেরপুর জেলায় ৩টি উপজেলা থেকে মেহেরপুর সদরে ১১ জন, মুজিবনগরে ১১ জন এবং গাংনী উপজেলায় ১২ জন ঘর পেয়েছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, উপজেলা ানির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষঅ অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে বীর নিবাসের উদ্বোধন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদিও হোসেন শামীম, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, সাবেক কমান্ডার মুন্তাজ আলী প্রমুখ।