মেহেরপুরে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচিতি সভা ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচিতি সভা ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাংনী উপজেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের কার্যালয় (কাথুলী মোড় নীল আঁচল ভবনে)এর সম্মেলন কক্ষে পরিচিতি সভা ও পরিচয় পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের গাংনী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুজ্জামান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মানবাধিকার লঙ্ঘন করবো না। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে মানবাধিকার লঙ্ঘিত হলে ভিকটিমের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেবো।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের গাংনীর শাখার সাধারন সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. শফিকুল আলম, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের জেলা শাখার সহ সভাপতি মহিদুল ইসলাম,ফাউন্ডেশনের সহ সভাপতি বিশিষ্ট জাসদ নেতা হারুণ অর রশীদ প্রমুখ।
আলোচনা শেষে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। এবং সকলকে পরিচয় পত্র প্রদান করা হয়।