মেহেরপুরে আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে কেন্দ্রীয় কমিটির কর্মসীচর অংশ হিসাবে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে আওয়ামী যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) বিকেলে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান চত্বরে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে মেহেরপুর জেলায় তারুণ্যের জয়যাত্রা যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুবলীগের সংগ্রামী আহŸায়ক ও মেহেরপুর পৌর সভার জনপ্রিয় মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামীম আল সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক সাবেক ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম পেরেশান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোহাগ বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে অনেকের ক্ষোভ রয়েছে। সব ভুলে যেতে হবে।কোনক্রমেই দ্বিধাবিভক্ত হওয়া যাবে না। পাওয়া না পাওয়ার হিসেব এখন মিলানোর সময় নেয়। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। নইলে আমরা কেউ পদে থাকতে পারবো না। সরকারের অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ কে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর ও মুজিবনগর যুবলীগের নেতৃবৃন্দ এবং গাংনী উপজেলা যুবলীগের সেক্রেটারী শফি কামাল পলাশ,যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, গাংনী পৌর যুবলীগের সভাপতি আশরাফউদ্দীন বাবু, পৌর যুবলীগের সহ সভাপতি আশিকুর রহমান আকাশ, গাড়াডোব ইউনিটের সভাপতি মতিয়ার রহমান, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু সাইদ মাষ্টার, রাইপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সম্পাদক ও সাবেক মেম্বও আজিজার রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুল ইসলাম, কাথুলী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শিপন মিয়া ,সাবেক ছ্রাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।