ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্ ে। জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে অবাধ তথ্য প্রবাহ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এবারে ‘ তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে।
জেলা প্রশাসক মো. শামীম হাসান এর সভাপতিত্বে তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা য় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, জেল া সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আরডিসি রনি খাতুন। এর আগে একটি র‌্যালি বের করা হয়।

একইভাবে গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ্ ে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে অবাধ তথ্য প্রবাহ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এবারে ‘ তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইন্টারনেট আমাদের কাজের গতিতে আরও বাড়িয়ে দিয়েছে। ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয়েছে। ঘরে বসেই সারা বিশ্বের তথ্য আমরা পেতে পারি। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের আশির্বাদ যেমন রয়েছে এর খারাপ দিকও রয়েছে। সে সেক্ষেত্রে আমাদের পজিটিভ তথ্যগুলো নিতে হবে। কিছু গুজব বা অপপ্রচার ফেইস বুক বা ফেক আইডি থেকে প্রকাশ করা হয় সেগুলো আমাদের বর্জন করতে হবে।
র‌্যালি উত্তর আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন , উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, গাংনী উপজেলা আনসার ও ভিডিপি অফিসের টিআই উর্মিলা বিশ্বাস,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কমকর্তা-কর্মচারীবৃন্দ , ইউপির উদ্যোক্তাবৃন্দ , সাংবাদিকবৃন্দ ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |