মেহেরপুরে আবাদী জমির মাটি কেটে বিক্রি। ক্ষতিগ্রস্থ পাশের জমি মালিকদের অভিযোগ।


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ফসলী জমির মাটি কেটে দেদারছে বিক্রি করছে একটি চক্র। ক্ষতিগ্রস্থ পাশের জমি মালিকরা অনেকটাই অসহায়। অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে অন্যায় মেনে নিয়ে চলতে হচ্ছে।
জানা গেছে, গাংনী উপজেলার আমতৈল মানিকদিয়া গ্রামের মাটি খেঁকো চক্রের হোতা শাহাদাত আরীর ছেলে ঠান্ডু ও জালাল কসাইয়ের ছেলে দিদার সরকারী আইন অমান্য করে দেদারছে মাটি কেটে ইটভাটা ও মাটির তৈরী রিং কারখানায় প্রতিনিয়ত ট্রলি ও ট্রাক্টরের মাধ্যমে মাটি কেটে বিক্রি করছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আমতৈল গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে মাদিয়ার মাঠ নামক স্থানে ট্রাক্টর ও ট্রলি নিয়ে প্রতিদিন ৪০ /৫০ গাড়ি মাটি কেটে বিক্রি করছে।
স্থানীয়রা জানিয়েছেন, মাটি ব্যবসায়ী ঠান্ডু ও দিদার আলী গ্রামের গরীব অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাঠা প্রতি ৩০/৪০ হাজার টাকা দিয়ে মাটি ক্রয় করে। তারপর তারা মুনাফা লাভের জন্য রিং তৈরী কারখানা মালিকদের কাছে গাড়ি চুক্তিতে মাটি বিক্রি করে থাকে। অন্যদিকে মাটি ক্রয়ের পর ঠান্ডু তার মনমতো সীমানা জুড়ে ১০/১৫ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করছে। যার ফলে পাশের আবাদী জমি ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে।
পাশের ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মধ্যে শফিউল ইসলাম ওরফে শফি, লালন মেম্বার, সেরমত আলী, আনারুলের মত অনেকের জমি ভেঙ্গে গেছে। অভিযোগ তুলে তারা বলেন, আমরা নিরুপায়। তারা ভাঙ্গনের ভয়ে কোন আবাদ করতে সাহস পাচ্ছে না।
এব্যাপারে মাটি ব্যবসায়ী ঠান্ডুর সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি। এনিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিও হোসেন শামীম জানান, মাটি বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ। ফসলী জমির মাটি কোন ক্রমেই বিক্রি করা যাবে না। সরকারী আইন অমান্য কারী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।